কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।
অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরে মেহেদী হাসান মালয়েশিয়া প্রবাসী সেলিম হৃদয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। সোমবার গভীর রাতে তিনি গোপনে ওই নারীর ঘরে প্রবেশ করেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
তবে প্রবাসীর স্ত্রী দাবি করেন, মেহেদী হাসান টাকার জন্য তার কাছে এসেছিলেন এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই। তার কোলে এক বছরের কন্যা সন্তান থাকায় তিনি এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।
লালমাই থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রীকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনা তদন্তাধীন।
https://slotbet.online/