• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

ইমাম-খতিবদের ৩৬ হাজার টাকা সম্মানী ভাতা ঘোষণা দিলেন জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধি: / ২৯০ বার
আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
zahangir alam

গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের প্রায় ২৬ হাজার ইমাম-খতিবদের প্রত্যেককে সম্মানী ভাতা হিসেবে বার্ষিক ৩৬ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

আজ ১৬ ডিসেম্বর’২৩ রোজ শনিবার নগরীর ৩৪নং ওয়ার্ডের হাজীর পুকুর বালুর মাঠে  ইমাম-খতিব ও ওলামা- মাশায়েখ আয়োজিত এক সমাবেশে জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আমার সময়ে ইমাম-খতিবদের মাসিক এক হাজার করে বছরে ১২ হাজার টাকা সম্মানি ভাতা চালু করা হয়েছিল। এবার আমার মা জায়েদা খাতুন ওই ভাতা তিন গুণ বাড়িয়ে ৩৬ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন।

যা বিজয়ের মাস ডিসেম্বর থেকে চালু হয়ে হচ্ছে। জানুয়ারি মাস থেকে প্রত্যেকে ইমাম-খতিবের ব্যাংক হিসাবে টাকা চলে যাবে।ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণের সমালোচনা করে তিনি বলেন, আমার সময়ে মসজিদ মাদরাসায় দেওয়া অনুদান উনি বন্ধ করে দিয়েছিলেন। ৯০ ভাগ মুসলমানের দেশে অন্তত এমন সিদ্ধান্ত সিটির জনগণ মেনে নেয়নি।

তারই নীরব প্রতিবাদ গত সিটি নির্বাচনে আমার মাকে নির্বাচিত করে সময়োচিত জবাব দিয়েছেন ভোটাররা।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল, ওয়ার্ড কাউন্সিলর , ইমাম-খতিবদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/