টঙ্গীর বিশ্ব ইজতেমায় জুমার নামাজের আগে ময়দানের বাইরে যারা ছিলেন, তাদের কাছে প্রতি বদনা পানি দশ টাকায় বিক্রি করেছেন কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী।
শুক্রবার জুমার নামাজের আগে ইজতেমা ময়দানের আশপাশে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় মুসল্লিদের কাছে ১০ টাকা বদনা পানি বিক্রি করছিলেন মারফত আলী। তিনি বলেন, বছরের অন্যান্য সময় আমি রিকশা চালাই। ইজতেমায় টঙ্গী এলাকায় রিকশা চলাচল এক প্রকার বন্ধ থাকে। তাই অজুর পানি সরবরাহসহ মুসল্লিদের বিভিন্নভাবে সহযোগিতা করে উপার্জন করে থাকি।
এছাড়া জায়নামাজের জন্য পলিথিন শিট, ফয়েল পেপার, কাগজ ও নামাজ পড়ার উপযোগী জিনিসগুলো বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা দরে।
শুক্রবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্ব আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our