২ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
তাতে অংশ নিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা।
হালকা শীত ও বৃষ্টিতে ভোগান্তি উপেক্ষা করে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ইজতেমা। বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।
আর পড়ুন: বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা
রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিব উল্লাহ রায়হান জানান, মাওলানা আহমদ বাটলা সাহেবের বয়ানের পর সকাল ১০টায় তালিম করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার তালিমের পরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা খতিব, বাদ আছর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ও বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন।
ইজতেমা ময়দানে নামাজের সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সে হিসাবে জোহরের আজান হবে ১টায়, জামাত হবে দেড়টায়, আসরের আজান হবে ৪টা ১০ মিনিটে জামাত হবে ৪টা ৩০ মিনিটে, মাগরিবের আজান হবে ৫টা ৪৯ মিনিটে আর জামাত হবে আজানের কিছু পরপরই, এশার আজান হবে মাগরিবের বয়ান শেষ হওয়ার আধাঘণ্টা পর, আর আজানের আধাঘণ্টা পর জামাত শুরু হবে। বৃষ্টির কারণে মুসল্লিদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবুও মুসল্লিরা ধৈর্য সহকারে নিজ নিজ খিত্তায় বসে আমল করছেন।
৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন মাওলানা সাদ-এর অনুসারীরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৪ সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।
https://slotbet.online/