গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে মত বিনিময় সভা ও সুধী সমাবেশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত
আগামী ৪ অক্টোবর শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় ও সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে গাজীপুর মহানগর জামায়াত একটি জরুরি পরামর্শ সভার আয়োজন করে। আজ ১ অক্টোবর মঙ্গলবার, গাজীপুর মহানগরীর টঙ্গীর একটি মিলনায়তনে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন এবং সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েব আমীর মোঃ খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাউদ্দিন আইয়ুবী এবং মহানগর কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন আসন্ন মত বিনিময় সভা ও সুধী সমাবেশের কার্যক্রম সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সমাবেশের সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়। সভার শেষে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে মোনাজাতের মাধ্যমে পরামর্শ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
https://slotbet.online/