আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেইজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত ১০-১১ মিনিটে কাভার করবে। এখানে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই পাবে রাজধানীবাসি।
এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল অনেক বেড়ে যাবে এবং ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল আরো একটু ইজি (সহজ) হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে। এখন যে অংশ উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ হয়ে গেছে। আমরা আশা করছি আগামী ২০২৪ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটা চালু করতে পারবো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে মগবাজার, মগবাজার থেকে কুতুবখালি পর্যন্ত গন্তব্য। পুরো অংশের দূরত্ব ২০ কিলোমিটার। র্যাম্পসহ মোট ৪৬ কিলোমিটার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বড়-বাড়ি,জয়বাংলা সড়ক, গাজীপুর সিটি, গাজীপুর। সম্পাদক : মোঃ নাসিম আহম্মেদ।
মোবাইল : 01540331864 । ইমেইল : channelour24@gmail.com
All rights reserved © 2025 Channel Our