• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

“শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার” বক্তব্যে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

স্টাফ: / ৫৪ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সংবাদ সম্মেলন করে। গতকাল (১৯ ফেব্রুয়ারি) ঢাকার টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার’ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই মন্তব্যের বিরুদ্ধে আজ (২০ ফেব্রুয়ারি) নিন্দা জানায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতি আমাদের জন্য অগ্রহণযোগ্য।” তাদের মতে, ছাত্রদল একই ধরনের অপরাজনীতি অনুসরণ করছে যা অতীতে ছাত্রলীগের মধ্যে ছিল। এই ধরনের আচরণ ছাত্ররাজনীতির জন্য ক্ষতিকর এবং বিভাজন সৃষ্টিকারী।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়েছে, “ছাত্রদলের এই কার্যক্রম সুস্থ ধারার রাজনীতির পরিপন্থি এবং এটি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।” ছাত্রশিবির ছাত্রদলকে আহ্বান জানায়, তারা যেন গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/