• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আহ্বান: রমজানে আল-আকসায় নামাজ পড়তে দেওয়া যাবে !

ডেস্ক: / ৩৫৬ বার
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
al-aqsa

“পবিত্র মাহে রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, এএফপি প্রকাশিত।”

“ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।”

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়। বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কীভাবে বিবেচনা করা হবে, তা মূল্যায়ন করছে ইসরায়েল।

গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নামাজ আদায়ের জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/