• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা, মন্ত্রিসভার অনুমোদন

ডেস্ক: / ৩০৪ বার
আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্যও সম্মতি জ্ঞাপন করেছেন তিনি।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের ফলাফলে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে মাত্র ১১টি আসনে। জাসদ, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়ছে ১টি করে আসনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/