• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

ডেস্ক: / ১৭৭ বার
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর।

এই সফরে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন। তিন দশক পর, মার্কিন কোনো প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের সরকারপ্রধানের সরাসরি বৈঠক হতে যাচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের এটিই প্রথম কোনো দেশের নেতার সাথে সরাসরি বৈঠক।

ড. ইউনূস আরও বৈঠক করবেন নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশনের প্রধান, এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানা গেছে।

জাতিসংঘের এই অধিবেশনে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ভূমিকা শক্তভাবে পালনের আহ্বান জানাবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সফর শেষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/