• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
নোটিশ ::

বিজ্ঞাপন

আ.লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

স্টাফ: / ৬৫ বার
আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আমি দলটির বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার দাবি করছি। সংবিধানের বিধান মোতাবেক আইন প্রস্তুত করে এ বিচার কাজ সম্পন্ন করা হোক।”

সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগকে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন? আমরা চাই, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনার দোসররা রয়েছেন। তাদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার বেশি দূর এগোতে পারবে না। প্রশাসন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদীদের সরাতে হবে।”

নির্বাচনের জন্য ছয় মাস যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। আমরা চাই, জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “বিএনপি দলীয়ভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরি করেছে। এটি ছাত্রদের ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক দলিল হিসেবে সাংবিধানিক ভিত্তি দেওয়ার চিন্তাভাবনা চলছে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম এবং ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দোলন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

বিজ্ঞাপন

ads
https://slotbet.online/