দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, জনগণ এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সাত জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়েছে।
নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সাত জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ বিএনপির আন্দোলনে সমর্থন জানিয়েছেও বলে দাবি করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে টানা চারবার ক্ষমতায় যাচ্ছে দলটি। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত সর্বশেষ খবরে আওয়ামী লীগ ২২৫টি আসনে জিতেছে। সরকার গঠন করতে দরকার ১৫১ আসন।
https://slotbet.online/